ষ্টাফ রিপোটার :- “সু-শিক্ষাই জাতির মেরুদন্ড” এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে আজ দিনাজপুর সদর উপজেলায় সুন্দরবন ইউনিয়নের কালিকাপুর গ্রামে সেলিনা-মমতাজ মেমোরিয়াল কিন্ডার গার্টেন এর ২০২১ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউ,পি সদস্য মোকারম হোসেন খান দুলাল, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান অশোক কুমার রায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামডুবি হাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সভাপতি, শিক্ষাবিদ মন্মথ নাথ রায়, সাবেক শিক্ষক রমানাথ রায়, ইউপি সদস্য হামিদুল ইসলাম, ইউপি সদস্যা মোছাঃ শেফালী বেগম।
অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন সেলিনা-মমতাজ মেমোরিয়াল কিন্ডার গার্টেনের পরিচালক মোঃ মোয়াজ্জেম হোসেন খান। আরো অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাঁপড়ী রায়, মোস্তারিনা, তরুলতা, নিপা রায়, মোস্তারিনা মৌসুমী। সঞ্চালনায় ছিলেন ছাত্রলীগের ইউনিয়ন সাধারন সম্পাদক রায়হান খান রিজভী। অনুষ্ঠানে এলাকার গন্যমান্য বৃক্তিবর্গ, অভিভাবক গন ও সাংবাদিক উপস্থিত ছিলেন।