গুডনেইবারস্ একটি আন্তর্জাতিক মানবিক ও বেসরকারী উন্নয়ন সংস্থা যা জাতি সংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ((UN ECOSOC) ) পরামর্শক মর্যাদা প্রাপ্ত। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত গুডনেইবারস্ বাংলাদেশ (জিএনবি) শিশু সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য,নারীর ক্ষমতায়ন, আয়মূলক কর্মকান্ড, দূযোর্গ ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তার জন্য ১১ টি জেলায় ১৪ টিকমিউনিটি ডেভলপমেন্ট প্রজেক্ট (সিডিপি) এবং সুনির্দিষ্ট প্রোগ্রাম নিয়ে মোট ৫টিপ্রকল্প (পিএসপি)পরিচালনাকরছে। সার্বজনীন প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য প্রতিষ্ঠানটি ২০০৭ সনে জাতিসংঘ কর্তৃক MDG2 সনদ লাভ করে। ধারা বাহিক উন্নয়নকল্পে নিন্মে উল্লেখিত পদের জন্য বোচাগঞ্জ আশা বালিকা বিদ্যালয়ে নিয়োগ প্রদান করা হবে।
পদের নাম ও সংখ্যা:
ক্রমিক নম্বর পদ প্রয়োজনীয়তা
১। প্রধান শিক্ষক: যে কোন জাতীয় বিশ্ববিদ্যালয়ের (বি.এড/এম.এড) স্নাতকোত্তর অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ৩৫-৪৫ (৫ বছরের অভিজ্ঞ প্রার্থীর জন্য বয়স শিথীল যোগ্য )।
২। ইংরেজি শিক্ষক: যে কোন জাতীয় বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি বিভাগের উপর স্নাতক/স্নাতকোত্তর
৩। গনিত শিক্ষক: যে কোন জাতীয় বিশ্ববিদ্যালয় হতে গনিত/ব্যবসা শিক্ষা বিভাগের উপর স্নাতক/স্নাতকোত্তর
৪। বাংলা শিক্ষক: যে কোন জাতীয় বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ের উপর স্নাতক/স্নাতকোত্তর
চাকরির স্থানঃ বোচাগঞ্জ আশা বালিকা বিদ্যালয়, খানপুর, বোচাগঞ্জ, দিনাজপুর
আবেদন পদ্ধতি:
আবেদন পাঠানোর জন্য দয়া করে জিএনবি হোম পেজ থেকে নির্ধারিত ফর্ম্যাট ডাউনলোড করে আপনার আবেদনটি ই-মেইল করুন: hrdedu21@gmail.com
প্রধান শিক্ষক পদের জন্য আবেদনের শেষ তারিখ ১৩/০২/২০২১
অন্যান্য শিক্ষক পদের জন্য আবেদনের শেষ তারিখ ২০/০২/২০২১
>ই-মেইল এ সাবজেক্ট লাইনে পদের নামটি উল্লেখ করুন।
>নির্ধারিত ফর্ম্যাটে আবেদন না করলে আপনার আবেদনটি বাতিল ঘোষনা করা হবে।
নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত পড়তে এবং নির্ধারিত সিভি ফর্ম্যাটটি ডাউনলোড করতে নিচের লিংকে ভিজিট করুন:
কেবল মাত্র তালিকা ভুক্ত প্রার্থীদেরকেই মূল্যায়ন পরীক্ষার জন্য ডাকা হবে।
মহিলা প্রার্থীদেরকে বিশেষ ভাবে আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে।
বিদ্যালয়ের ঠিকানা-
বোচাগঞ্জ আশা বালিকা বিদ্যালয়
বাতাসন, মুরারীপুর, বোচাগঞ্জ,দিনাজপুর
নিয়োগ পরীক্ষার আগে বা পরে, টেলিফোনের মাধ্যমে সুপারিশ করলে সে প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে।
গুড নেইবারস্ বাংলাদেশ শিশু ও নারীর অধিকার নিয়ে সচেতন এবং যে কোন ধরনের যৌন নির্যাতন ও শোষনের জন্য “জিরো টলারেন্স” নীতি পালন করে।