বোচাগঞ্জ সংবাদদাতা ॥ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরু দিয়ে জমিতে হালচাষ করা। বর্তমান সময়ের অনেকেই জানে না গরু দিয়ে জমি চাষ করা যায়। সময়ের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য।
১১নং বৈরচুনার ১০৮ বছর বয়সী জনাব মোঃকাইমুদদীন দাদা নিজের জমি নিজেই গরু দিয়ে হালচাষ করছেন। তিনি আমাদের এলাকার গর্ব আমাদের বৈরচুনা বাজারে তার অনেক অনেক অবদান আছে যা বৈরচুনা ইউনিয়নবাসীর কাছে চির স্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ। মহান রাব্বুল আলামিন আল্লাহর কাছে জনাব কাইমুদ্দীন দাদার সুস্থতা ও দীর্ঘাযু কামনা করছি আমিন।