কাহারোল সংবাদদাতা ॥ দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের মাধ্যমেই জাতির কাছে তার মুখোশ উন্মোচিত হওয়া দরকার। কারণ ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে শুধু একটি দলের প্রধান বা রাষ্ট্রের প্রধানকে হত্যা করা হয়নি। এই হত্যাকাণ্ড ছিল মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করা, আমাদের স্বাধীনতাকে হত্যা করা, আমাদের সর্বোভৌমত্বকে হত্যা করা। এক কথায় বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাঙালি জাতির দীর্ঘদিনের লালিত স্বপ্নকে হত্যা করা হয়েছিল। শুধু তাই নয়, ক্ষমতা দখল করে জিয়াউর রহমান এই সমস্ত খুনিদেরকে পুরস্কৃত করেছিলেন। বিদেশের রাষ্ট্রদূত বানিয়েছিলেন, পুনর্বাসন করেছিলেন, সেই জিয়াউর রহমানের বিচার হয় নাই।
৩০ মে রোববার কাহারোল উপজেলার রামচন্দ্রপুর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭) এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, কাহারোল থানার ওসি মো. ফেরদৌস আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মো. আল কামাহ্ তমাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান হৃদয় চন্দ্র রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তর প্রমুখ।
এর আগে করোনা আক্রান্ত রোগীদের জন্য কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শফিউল আজম এর হাতে অক্সিজেন কনসেনট্রেটর মেশিন প্রদান করেন এমপি মনোরঞ্জন শীল গোপাল।