স্টাফ রিপোর্টার \ আমেরিকার নিউইর্য়ক প্রবাসী স্বপন গনি ও ফারজানা আফরিনের প্রথম পুত্র ইয়ামান জায়ান সে দেশের নিউইয়র্কে পিএস ১২ জেমস বি কোলগেট স্কুল থেকে মেধা ও কৃতিত্বের সহিত ফাস্ট গ্রেডে উত্তীর্ণ হয়ে ২য় গ্রেডে উঠেছে সে সবার দোয়া প্রার্থী। ইয়ামান জায়ান দিনাজপুর প্রেসক্লাব নিমতলার ভারপ্রাপ্ত সভাপতি ও সাপ্তাহিক আওয়ামী কন্ঠের বার্তা সম্পাদক নুরুল হুদা দুলাল ও ইসরাত হুদা লিপির নাতি।