দৈনিক খবর একদিন ।। বিরলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দন্ডাদেশ প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানা।
সোমবার বিকালে কোভিড-১৯ কোরোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি না মানায় বিরল পৌরশহরের বিভিন্ন মার্কেটে ও উপজেলার বিভিন্ন হাট-বাজারে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় থানার অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিল।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে দন্ডবিধি ১৮৬০ সনের ২৬৯ ধারা মোতাবেক ৪ টি পৃথক মামলায় ৪ জন ব্যক্তিকে পৃথক পৃথকভাবে মোট ২৩০০ টাকা অর্থদন্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানা।