বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি \
দিনাজপুরের বিরামপুরে মঙ্গলবার (২৭ জুলাই) বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
সকালে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু চত্বরে পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পমাল্য অর্পনের পর উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা হয়েছে। উপজেলা স্বেচাসেবক লীগের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু, পৌর মেয়র আক্কাস আলী, পলিপ্রায়াকপুর ইউপি চেয়ারম্যান রহমত আলী, উপজেলা স্বেচাসেবক লীগের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, কোরশেদ; আলম, আঃ রহমান রয়েল, পৌর আহবায়ক খায়রুল আলম মুকুট, যুগ্ম আহবায়ক মাসুদ রানা ও রেজাউল করিম এবং ৭ ইউনিয়নের নেতৃবৃন্দ। দুপুরে স্থানীয় ঢাকামোড়ে সংগঠনের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে।