স্টাফ রিপোর্টার \ দিনাজপুর জেলার ৯টি পৌরসভায় ৪৮জন ডিলারের মাধ্যমে সপ্তাহে ৬ দিন ৪৮ মেঃ টন চাল ও ৩৪ মেঃ টন স্বাস্থ্য সম্মত আটা নিম্ন আয়ের জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ প্রণোদনা প্যাকেজের আওতায় ওএমএস কার্যক্রম চালু করা হয়েছে।
দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বুধবার বিকেল ৪টায় তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংএ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিশেষ প্রণোদনা প্যাকেজের আওতায় সারা দেশের ন্যায় এ জেলাতেও ৯টি পৌরসভায় নিয়োজিত ৪৮ জন ডিলারের মাধ্যমে সপ্তাহে ৬ দিন ১ টন করে ৪৮ মেঃ টন চাল ও ৩৪ মেঃ টন আটা নিম্ন আয়ের জনসাধারণের মাধ্যমে বিলি করা হচ্ছে। সপ্তাহে শুক্রবার বাদে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই বিশেষ প্রণোদনা প্যাকেজের চাল ৩০ টা কেজি এবং আটা ১৮টা কেজি দরে বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে।
তিনি জানান সারা দেশে লকডাউন শুরু হওয়ার পর থেকেই গত ২৫ জুলাই থেকে এ চাল বিক্রি কার্যক্রম শুরু করে আগামী ৫ আগস্ট পর্যন্ত চলমান থাকার নির্দেশনা দেয়া হয়েছে। বর্তমানে দিনাজপুর খাদ্য গুদামে ৩৫ হাজার মেঃ টন চাল এবং দেড় হাজার মেঃ টন গম মজুদ রয়েছে। দেশের এই দুর্যোগকালিন সময় দরিদ্র জনগোষ্ঠী ও নিম্ন আয়ের মানুষের মধ্যে ওএমএস’র চাল বিক্রি চলমান রাখা হলে কোন সংকট সৃষ্টি হবে না।
এদিকে বুধবার দিনাজপুর নিমনগর বাসষ্ট্যান্ডে লাইন ধরে স্বাস্থ্য বিধি মেনে চাল ক্রয় করা কালীন সময় ৭০ বৎসর বয়সের বৃদ্ধা মালেকা বেগম ও ৭৫ বয়সের বৃদ্ধ ছবের আলী দাবী করেন তাদের মত গরীব মানুষ যাতে ওএমএস’র চাউল দুর্যোগ কালীন সময় ক্রয় করে খেতে পারে এজন্য ওএমএস কার্যক্রম চালু রাখার জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আবেদন জানান।