স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরে করোনা ভ্যাকসিন গ্রহণে জনসচেতনতাবৃদ্ধি এবং বিনামুল্যে ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ৩ আগস্ট মঙ্গলবার দিনাজপুর শহরের যোগেন বাবুর মাঠে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির নির্দেশনা ও সহযোগীতায় বিনামুল্যে ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার। আয়োজনে ছিলেন দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়। যোগেন বাবুর মাঠে ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম প্রদানের সহযোগীতা করেছেন নবীন অভিযাত্রিক সমাজ উন্নয়ন সংঘ। মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসউদ আলম-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার কাউন্সিলর জাহাঙ্গীর আলম, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বকুল ব্যানার্জী, সাধারন সম্পাদক এড. সারওয়ার আহমেদ, মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পরিমল সরকার, সিনিয়র শিক্ষক বাবুল হোসেন, সরকার, নবীন অভিযাত্রিক সমাজ উন্নয়ন সংঘ-এর সভাপতি শমসের ইসলাম, সাধারন সম্পাদক সাহিদুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার বলেন, করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সকলকে টিকা নিতে হবে। টিকা নিলেই করোনা প্রতিরোধে সহায়ক শক্তি যোগাবে।