মোঃ শাহিনুর আলম বিরামপুর, (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর নতুন এম্বুলেন্সর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবাব বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে নতুন এম্বুলেন্সর শুভ উদ্বোধন করেন- প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের মাননীয় সংসদ সদস্য (এমপি)শিবলী সাদিক। এসময় উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার রায়, বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবদুল্লাহ আল মাহমুদ শোভন, প্রেসক্লাবের সভাপতি শাহিনুর আলম ও সাধারণ সম্পাদক মশিহুর রহমান, এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্র মিডিয়ার সাংবাদিকগন সহ অনেকে উপস্থিত ছিলেন।