দিনাজপুর:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যৈষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুর প্রেসক্লাব শ্রদ্ধার্ঘ অর্পণ করেছে শেখ কামালের প্রতিকৃতিতে।
দিবসটি উপলক্ষে ৫ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসন চত্বরে স্থাপিত শেখ কামাল এর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্শী বাচ্চু ও সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার এর নেতৃত্বে ক্লাবের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম ফুলাল, সাংস্কৃতিক সম্পাদক জিন্নাত হোসেন, দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কৌশিক বোস প্রমুখ।
এরপরে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচীতে অংশ নেন দিনাজপুর প্রেসক্লাবের সদস্যরা।