দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে সুবিধাভোগীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ১২ আগষ্ট বৃহস্পতিবার দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে ও সোনালী ব্যাংক লিমিটেড, কর্পোরেট শাখা দিনাজপুরের সহযোগিতায় সোনালী ব্যাংক লি. কর্তৃক সিএসআর কর্মসুচির আওতায় এসব সুবিধাভোগীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। আর্থিক সহায়তা বিতরন করেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।
দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল ইসলামের সঞ্চালনে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সোনালী ব্যাংক-এর জিএম রশিদুল ইসলাম, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামলীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার, সোনালী ব্যাংক দিনাজপুর কর্পোরেট শাখার ডিজিএম মোঃ তৌহিদুল হক, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রাহান কবীর সোহাগ, সাধারন সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, সোনালী ব্যাংক দিনাজপুর কর্পোরেট শাখার প্রধান এজিএম একেএম মতিয়ার রহমান প্রমুখ।
এ সময় জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেন, মহামারির এই করোনা ভাইরাস একটি অদৃশ্য শক্তি। যাকে মোকাবেলা করতে নিজ নিজ জায়গা থেকে প্রতিরোধ করতে হবে। সরকারের দেয়া নির্দেশনা মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সকলের সহযোগিতায় অদৃশ্য শক্তি মোকাবেলা করতে সম্ভব হবে।