মীর মোঃ মোশারফ হোসেন, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বোচাগঞ্জে আর্ন্তজাতিক যুব দিবস পালন করা হয়েছে। বৃহষ্পতিবার (১২ আগস্ট) সকাল ১১ টায় গুড নেইবারসবাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির আয়োজনে সিডিপির কনফারেন্স হলরুমে আর্ন্তজাতিক যুব দিবস পালন করা হয়। বোচাগঞ্জ সিডিপির ভলান্টিয়ার পপি রানীর সঞ্চালনায় গুড নেইবারস ্বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির প্রকল্প ব্যবস্থাপক বিপুল রেমার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মতিউর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপি সিনিয়র অফিসার (প্রোগ্রাম) জনি বৈরাগী , বোচাগঞ্জ সিডিপির ইন্টান (প্রোগ্রাম) আশিকুর রহমান, বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চন্দ্র প্রমুখ।