স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি মরহুম হোসাইন মোহাম্মদ এরশাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে পার্টির বর্তমান চেয়ারম্যান গোলাম কাদের এমপির হাতকে আরো শক্তিশালী করতে রবিবার দিনাজপুরে দলের অঙ্গ সংগঠন জাতীয় ছাত্র সমাজে দিনাজপুর সরকারি কলেজের ছাত্র আলিম মামুনের নেতৃত্বে শতাধিক শিক্ষার্থী জাতীয় ছাত্র সমাজে যোগদান করেছে। সন্ধ্যায় কালিতলাস্থ দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিভাবে জাতীয় ছাত্র সমাজে কেন্দ্রীয় সাধারন সম্পাদক অনুষ্ঠানের প্রধান অতিথি আল্ মামুনের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে যোগদানের ঘোষনা দেন তারা। এর আগে অতিথিদের সরকারি কলেজ মোড়ে মোটর সাইকেল বহর নিয়ে অভ্যর্থনা জানিয়ে দলীয় কার্যালয়ে নিয়ে আসেন তারা।
যোগদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির জেলা কমিটির সাধারন সম্পাদক আহমেদ শফি রুবেল, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সহ সাধারন সম্পাদক ইমতিয়াজ আজিজ ড্যানি এবং রংপুরের জেলা কমিটির সদস্য সচিব সালিউর রহমান সৈকত।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির জেলা কমিটির সহ সভাপতি মীর তৌহিদূল ইসলাম স্বপন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান তুহিন, প্রচার সম্পাদক লাইসুর রহমান লাভলু, মমতেহাজ আলম, মহিলা পার্টির জেলা কমিটির সাধারন সম্পাদক লাইজু বেগম এবং জাতীয় ছাত্র সমাজের জেলা কমিটির আহবায়ক এনামুল হক মনি সহ অন্যান্যরা।