নিজস্ব প্রতিনিধি \
মুজিব বর্ষ উপলক্ষ্যে বিরল উপজেলার জয় বাংলা পল্লী সদর ডাঙ্গার ১০৯ টি পরিবারের
মাঝে বিনামূল্যে ফলদ চারা (হাড়ি ভাঙ্গা আম) বিতরণ ও রোপন করা হয়েছে। বরেন্দ্র
বহমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিরল জোন এর সহায়তায় এসব চারা পল্লীর
বাসিন্দাদের দেয়া হয়েছে।
২৬ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১০ টায় বিরল উপজেলার ফরক্কাবাদ ইউপির সরদডাঙ্গা
জয় বাংলা পল্লীতে উক্ত ফলদ চারা বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন- বিরল উপজেলা চেয়ারম্যান এ.কে.এম মোস্তাফিজুর রহমান বাবু।
বরেন্দ্র বহমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিরল জোন এর সহকারী প্রকৌশলী এ.এস.এম
দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিরল
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল ওয়াজেদ, ফরক্কাবাদ ইউপির চেয়ারম্যান
এ.বি.এম রাশেদুল কবির, উপ-সহকারী প্রকৌশলী সোয়েব জাভেদ ইসলাম,
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল আউয়াল, ইউপি সদস্য মোস্তাকিম
প্রমুখ। চারা বিতরণ শেষে প্রধান অতিথি জয়বাংলা পল্লীর বাসিন্দা মজিবর
রহমানের ঘরের উঠোনে আমের চারা রোপন করেন।