বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে বোদা ফুলবল একাদশের আয়োজনে বোদা মডেল সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন পৌর মেয়র এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি। এ সময় উপজেলার সাবেক ও বর্তমান ফুটবল খেলোয়ারা উপস্থিত ছিলেন। ফুটবল প্রশিক্ষণের উদ্বোধনী ম্যাচে বোদা ফুটবল একাদশ বনাম পঞ্চগড় ফুটবল একাদশের খেলা অনুষ্ঠিত হয়।