দিনাজপুর প্রতিনিধি \ ৪ দফা দাবিতে সারা দেশের ন্যায় দিনাজপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা মানববন্ধন কর্মসূচী পালন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী ও জনপ্রশাসন মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ দিনাজপুর জেলা কমিটির ব্যানোরে এই মানববন্ধন কর্মসূচি পালন করে। সংগ্রাম পরিষদ বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, পলিটেকনিক ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সমন্বয়ে গঠিত একটি পেশাজীবী সংগঠন।
পেশাজীবী সংগঠনটির ৪ দফা দাবির মধ্যে রয়েছে-একাধিক জাতীয় কমিটির সুপারিশের ভিত্তিতে প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত চলমান ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকোর্সকে হ্রাস করে ৩ বছরে রুপান্তরে শিক্ষা মন্ত্রনালয়ের অযৌক্তিক ও আত্মঘাতি উদ্যোগ অবিলম্বে বন্ধ করা, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও আন্তঃমন্ত্রনালয় কমিটির সুপারিশের আলোকে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি)-২০২০ ও ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮ এর জনস্বার্থবিরোধী সংজ্ঞা উপ-ধারা সংশোধনপূর্বক গেজেট প্রকাশ করা, প্রধানমন্ত্রীর প্রতিশ্রæত ও নির্দেশিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান, পদোন্নতির কোটা ৫০ শতাংশে উন্নীতকরণ, সরকারী, আধা সরকারী, স্বায়ত্বশাসিত সংস্থা, পেট্্েরাবাংলা ও বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কোম্পানীতে টীম কনসেপ্ট অনুযায়ী অর্গানোগ্রাম প্রণয়ন, বিদ্যুৎ কোম্পানীসমূহে জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি প্রদান এবং প্রাইভেট সেক্টরে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যূনতম বেতন ও পদবী নির্ধারণ করা এবং পলিটেকনিক ও টিএসসিতে শিক্ষক স্বল্পতা, শ্রেণিকক্ষ, ল্যাব, ওয়ার্কশপ সংকটের সমাধানসহ পলিটেকনিক ও টিএসসির শিক্ষকদের পদোন্নতি ও দ্বিতীয় শিফটের সম্মানি ভাতা প্রদান, ঝঞঊচ শিক্ষকদের নিয়মিতকরণ ও বেতন ভাতা প্রদান, শিক্ষার্থীদের বৃত্তি ও ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ভাতা বৃদ্ধি এবং ২৯টি ইমার্জিং টেকনোলজির বেকার ডিপ্লোমা গ্রাজুয়েটদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।
মানববন্ধনে স্বল্প সময়ের মধ্যে উল্লেখিত তাদের ৪ দফা দাবি বাস্তবায়নে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করা হলে দাবি আদায়ে সংগ্রাম পরিষদের সামনে কঠোর কর্মসূচি গ্রহণপূর্বক রাজপথে নামার কোন বিকল্প থাকবে না বলে জানানো হয়।
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ দিনাজপুর জেলা কমিটির আহবায়ক প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম খান’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আইডিইবি দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ মতিউর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আউয়াল, সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম, বিএমপিএ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ রাহাত পারভেজ, সংগ্রাম পরিষদ দিনাজপুর জেলা কমিটির সদস্য সচিব মোঃ মাসুদ রানা, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী মোছাঃ সুফিয়া বেগম, দিনাজপুর গনপূর্ত অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আব্দুল মতিন, বাকাছাপ’র দিনাজপুর পলিটেকনিক’র সভাপতি মোঃ আরমান হোসেন প্রমূখ।
মানববন্ধনে সংগ্রাম পরিষদ জেলা কমিটির যুগ্ম আহবায়ক প্রকৌশলী মোঃ মামুনর রশীদ, সংগ্রাম কমিটির অর্থ সম্পাদক মোঃ মোতাহার হোসেন, জেলা আইডিইবি’র অর্থ সম্পাদক জিএন ভট্ট্রাচার্য, দিনাজপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ মিজানুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্য ও বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে সংগ্রাম পরিষদ দিনাজপুর জেলা কমিটির প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম খান, সদস্য সচিব প্রকৌশলী মোঃ মাসুদ রানা, আইডিইবি দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ মতিউর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আউয়ালসহ একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের হাতে স্মারকপিলি প্রদান করেন।