স্টাফ রিপোর্টার : “শেখ হাসিনার উদ্দ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ” বাংলাদেশ সরকার কৃষকদের সার্বিক উন্নয়নের বিষয় বিবেচনা করে কৃষকদের মাঝে বিশেষ অনুদান দিয়ে কম মূল্যে সোলার পাম্প বিতরণের প্রকল্প গ্রহন করেছেন। এই প্রকল্পের অধীনে সরকার এশিয়ান উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাধ্যমে ২২টি জেলার ৩২ টি পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকা সমূহে ২০০০টি সৌর বিদ্যুৎ চালিত সাবমারসিবল পাম্প বিক্রয় ও স্থাপনের কার্যক্রম ইউনিয়ন পর্যায়ে শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল ২৬ সেপ্টেম্বর সুন্দরবন ইউনিয়ন কমিউনিটি হলে সকাল এগার টার সময় ইউপি চেয়ারম্যান অশোক কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধান রঞ্জন বৈশ্য, পরিচালক (বাপবিবো), বিশেষ অতিথি ছিলেন, মোঃ সাইফুল ইসলাম, জেনারেল ম্যানাজার দিনাজপুর পবিশ-১, মোঃ আমজাদ হোসেন, নির্বাহী প্রকৌশলী বাপবিবো দিনাজপুর। গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ, মাওলানা আব্দুল গফুর, মেঘনাথ রায়, মোঃ আজিজ সরকার, নুর ইসলাম শাহ প্রমূখ। সভা চলাকালীন সময়ে সদস্য সংগ্রহের আহম্বান জানানো হলে, ৩৫ জন সদস্য নির্ধারিত ফরম সংগ্রহ করে জমা দেন।