স্টাফ রিপোর্টারঃ সুন্দরবন ইউনিয়ন পরিষদের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর শততম জন্ম উৎসব বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে।
গতকাল দিনাজপুর সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের আয়োজনে এ দিবসটি পালিত হয়। কর্মসূচীর অংশ ছিল সকাল সাড়ে ছয় টার সময় ইউপি চেয়ারম্যান অশোক কুমার রায়, বীরমুক্তিযোদ্ধা, ৭১’এর সহযোগী মুক্তিযোদ্ধা, দলীয় কর্মী,এলাকার গন্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন।
উপস্থিত শতাধিক ব্যক্তিবর্গদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়, এ সময় ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধদের স্মৃতিফলক উন্মোচন করা হয়, এবং বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করা হয়। ইউপি ভবনের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের ইউনিয়ন সভাপতি দয়ারাম রায়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা পরিবারের সন্তান (স্বর্ণপদকপ্রাপ্ত) বাবু অশোক কুমার রায়। বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীরমুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান বেলাল, ইউপি সদস্য হামিদুর রহমান, জবায়দুর রহমান মাষ্টার, কৃষ্ণ অধিকারী প্রমূখ।
আলোচনা শেষে স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের জন্য মাগফেরাত পাঠ করান সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের ইউনিয়ন দপ্তর সম্পাদক মজিবর রহমান এর পর একটি জাতীয় পতাকাবাহী বর্ণাঢ্য র্যালী এলাকা প্রদক্ষিণ করে নুর ইসলাম শাহের মিল চাতালে এসে সমাপ্ত হয়। বর্ণাঢ্য পতাকাবাহী র্যালিটি জনগনের দৃষ্টি কেঁড়েছে। চেয়ারম্যান এর অর্থায়নে উপস্থিত সকলকে পেটপুড়ে উন্নত মানের খিচুরী খাওয়ানো হয়। বিজয় দিবস উপলক্ষ্যে ইউপি ভবন প্রতিবারের মতো আলোকসজ্জায় সজ্জিত করা হয়। দিনব্যাপী মাইকে বঙ্গবন্ধুর ভাষণ সম্প্রচার করা হয়।