বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। স্বাধীনতার ৫০ পূর্তিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয়ে ১৮ ডিসেম্বর ২০২১ বনাঢ্য বিজয় শোভাযাত্রা করেছে দলটি।
সারাদেশের ন্যায় বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সেতাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন,সাধারণ সম্পাদক আফছার আলীর নেতৃত্বে বিকাল ৩টায় বাদ্যযন্ত্র সহকারে শোভাযাত্রাটি সেতাবগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করতে দেখা যায়।
বনাঢ্য এই শোভাযাত্রার অগ্রভাগে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র আব্দুস সবুর,বীর মুক্তিযোদ্ধা মোঃজাফরুল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, সেতাবগঞ্জ পৌর মেয়র মোঃআসলাম,যুগ্ন- সম্পাদক অধ্যাপক আবু তাহের মোহাম্মদ মামুন,সুব্রত কুমার অধিকারী, দপ্তর সম্পাদক মোস্তাকীম বিল্লাহ জুয়েল, আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান সোনা, মুজিবর রহমান।