দিনাজপুর:
হুইপ ইকবালুর রহিম এমপি এর সহযোগিতায় দিনাজপুরের শীতার্ত রবিদাস সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ ডিসেম্বর) রাতে দিনাজপুর শহরের উত্তর বালুবাড়ির মহারাজা মোড়ে শীতার্ত অসহায়-দুঃস্থ্য রবিদাস সম্প্রদায় পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র তুলে দেন শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা রবিদাস সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি দিলচাঁন রবিদাস, সাধারণ সম্পাদক অলোক রবিদাস, সাংবাদিক ও মুক্তিযুদ্ধ গবেষক আজহারুল আজাদ জুয়েল, জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক-১ মামুন উর রশিদ মামুন, শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী পলাশ প্রমুখ।