দিনাজপুর প্রতিনিধি: সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে লাংকাবাংলা ফাউন্ডেশন দিনাজপুরে দারিদ্র ও মেধাবী স্কুল ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২২শে জানুয়ারী) দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার ১০নং রানীপুকুর ইউনিয়নে ১শ শিক্ষার্থীর মাঝে এই বাইসাইকেল বিতরণ করা হয়।
শনিবার সকাল থেকেই রানীপুকুর ইউনিয়ন পরিষদ মাঠে নতুন বাইসাইকেলের জন্য অপেক্ষা করছিলেন রানীপুকুর ইউনিয়নের ১শ স্কুল ছাত্রী। সবার চোখে-মুখে নতুন বাইসাকেল পাবার আনন্দ। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আয়শা আক্তার জানান, “স্কুল দুরে হওয়ায় প্রতিদিন মায়ের কাছে টাকা নেয়া লাগত। অনেক সময় টাকার অভাবে স্কুলে যাওয়া হতো না। নতুন বাইসাইকেল পাওয়ায় প্রতিদিন স্কুলে যাওয়ার আর বাঁধা হবে না।”
বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংকাবাংলা ফিন্যান্স এর প্রধান মানব সম্পদ কর্মকর্তা মোহাম্মদ হাফিজ আল-আহাদ। এসময় তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে লংকাবাংলা ফাউন্ডেশন শিক্ষা, চিকিৎসা ও পরিবেশ নিয়ে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ দিনাজপুরে ১শ স্কুল ছাত্রীকে আমরা বাইসাইকেল প্রদান করছি।
এটি তাদের শিক্ষাজীবন কিছুটা হলেও সহজ করবে।
লংকাবাংলা ফিন্যান্স এর সিনিয়র এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাবিব হায়দার বলেন, লংকাবাংলা মুনাফা করে। কিন্তু এই মুনাফার একটি বড় অংশ আমরা সমাজে ফিরিয়ে দেই। “এই বাইসাইকেল শুধু মেয়েদের স্কুলে যাওয়া আসা সহজ করবে না, এর মাধ্যমে মেয়েরা সাহসী ও প্রত্যয়ী হয়ে উঠবে। পড়ালেখায় নিয়মিত থাকলে বাল্যবিবাহও কমে যাবে।”
১০নং রানীপুকুর ইউনিয়নের চেয়ারম্যান মো: ফারুক আজম বলেন, লংকাবাংলা ফাউন্ডেশনের এই উদ্দ্যোগ প্রত্যন্ত এলাকার দরিদ্র ও মেধাবী ছাত্রীদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।
অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন লংকাবাংলা ফিন্যান্স দিনাজপুর শাখার প্রিন্সিপ্যাল অফিসার মো: আনোয়ার হোসেন, বণিক বার্তা দিনাজপুর জেলা প্রতিনিধি মো: মোফাসিরুল রাশেদ প্রমূখ।