বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন প্রতিষ্ঠানকে ৩৫০০ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার বিকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বিকাশ চন্দ্র বর্মণ বোচাগঞ্জের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় দোকানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ১ ব্যবসায়ীকে ২০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া মৎস্য অধিদপ্তরের লাইসেন্স ব্যতিত মৎস্য ও প্রাণী খাদ্য আইন ২০১০ এর ২০ ধারায় ব্যবসায়ীকে ১৫০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাহিদ হোসেন, বোচাগঞ্জ থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বিকাশ চন্দ্র বর্মণ বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত অভিযান অব্যাহত থাকবে। যাতে কেউ পণ্য বেশি দামে বিক্রি করতে না পারে , ভেজাল ও মেয়াদ উর্ক্তীণ পণ্য বিক্রি বা ক্রেতাদের ঠকাতে না পারে। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা সকল ফিড বিক্রেতাকে রেজিস্ট্রেশন সাপেক্ষে আইন মেনে দোকানে ফিড বিক্রির পরামর্শ দেন।