ঢাকাবুধবার , ২৫ সেপ্টেম্বর ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কুড়িগ্রাম
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলা
  9. গাইবান্ধা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. ঠাকুরগাঁও
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. নীলফামারী
আজকের সর্বশেষ সবখবর

পার্বতীপুরে মিজানুর রহমান (সিয়াম) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর শুভ উদ্বোধন

একদিন ডেস্ক
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুর জামতলী যুব সংঘ ও অত্র এলাকাবাসীর আয়োজনে ৮টিমের আজ মিজানুর রহমান (সিয়াম) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মনমথপুর জামতলী যুব সংঘ আয়োজিত উক্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই উদ্বোধনী খেলায় দাউদপুর ফুটবল একাডেমি নবাবগঞ্জ বনাম সৈয়দপুর কোচিং সেন্টার অংশ গ্রহণ করেন। খেলায় ১/০ গোলে দাউদপুর ফুটবল একাডেমি নবাবগঞ্জকে পরাজিত করে সৈয়দপুর কোচিং সেন্টার জয়ী হোন।খেলার ৪৮ মিনিটের মধ্যে ১৪ নং জার্সি পরিহিত রবির দুর্দান্ত শটে সৈয়দপুর কোচিং সেন্টার জয় অর্জন করেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর ) বিকালে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ২ নং মনমথপুর ইউনিয়নের জামতলী স্কুল মাঠ প্রাঙ্গনে উদ্বোধনী খেলাটি অনুষ্ঠিত হয়। ইঞ্জিনিয়ার সরদার মোহাম্মদ হামিদুল হকের সভাপতিিত্বে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র
এ, জেড, এম মেনহাজুল হক, এসময় উপস্থিত ছিলেন উক্ত টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক, ক্রিড়া অনুরাগী ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক, পার্বতীপুর উপজেলা ব্যাটারি চালিত ভ্যান /রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মিজানুর রহমান (সিয়াম) খেলায় সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং মনমথপুর ইউনিয়ন পরিষদ, ৪ নং ওয়ার্ড সদস্য পদপ্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং মনমথপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ রবিউল ইসলাম নান্নু,ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ,ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মোঃ মোক্তার হোসেন মন্ডল,মেসার্স আউলিয়া পুকুর ফিলিং ষ্টেশন চিরিরবন্দর এর প্রোপাইটর মোঃ এমরান হোসেন সরদার, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক হান্নান আশরাফী প্রিন্স, পৌর যুবদলের আহবায়ক রবিউল ইসলাম বাবু প্রমুখ।

প্রধান রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন হারুনুর রশিদ, সহকারী হিসেবে ছিলেন মতিউর রহমান ও রনী। এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা খেলাটি উপভোগ করেন।

পার্বতীপুরের কৃতি সন্তান ও স্বনামধন্য টিভি ক্রীড়া ধারাভাষ্যকার খোরশেদ রায়হান খেলায় ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন। জামতলী যুব সংঘের ভোলান্টিয়ারগনের উপস্থিত ছিলো চোখে পড়ার মত, মাঠে নারী-পুরুষের উপস্থিত ছিলো কানায় কানায় ভরা, জামতলী যুব সংঘের পক্ষ থেকে তারা দলমত নির্বিশেষে সকল শ্রেনী পেশার ফুটবল প্রেমীদের খেলা দেখার আমন্ত্রণ জানিয়েছেন। এসময় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।