ঢাকামঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কুড়িগ্রাম
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলা
  9. গাইবান্ধা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. ঠাকুরগাঁও
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. নীলফামারী
আজকের সর্বশেষ সবখবর

বরগুনায় মাদ্রাসা ভবন নির্মাণ করল চীনা কোম্পানি

একদিন ডেস্ক
ফেব্রুয়ারি ৬, ২০২৪ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বরগুনায় মাদ্রাসা ভবন নির্মাণ করল চীনা কোম্পানি
বরগুনার আমতলী উপজেলায় একটি ইবতেদায়ী মাদ্রাসার ভবন নির্মাণ করেছে ইন্টারন্যাশনাল কো-অপারেশন লিমিটেড নামের একটি চিনা কোম্পানি। ভবন উদ্বোধন অনুষ্ঠানে সেই মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণও বিতরণ করেন তারা।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে আমতলী উপজেলার সদর ইউনিয়নের ছোট নীলগঞ্জ নেছারিয়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার ভবন উদ্বোধন করেন চিনা ওই কোম্পানির উপপরিচালক মি. য়ু।

জানা যায়, ১৯৯৯ সালে নির্মিত নীলগঞ্জ নেছারিয়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার গত ২৩ বছর ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। গত বছর নভেম্বরের দিকে মাদ্রাসার জরাজীর্ণ অবস্থা নজরে আসে নরিনকো ইন্টারন্যাশনাল কো-অপারেশন লিমিটেড নামের চিনা কোম্পানির উপপরিচালক মি. য়ুর। এরপর মাদ্রাসার ভবন নির্মাণের উদ্যোগ নেন তিনি। সাড়ে তিন লাখ টাকা ব্যয়ে নির্মাণ কাজ শেষে এ মাদ্রাসা ভবনের উদ্বোধন করেন আজকে।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওই কোম্পানিতে কর্মরত মি. যু, মি. ওয়াং, মি. উইলসনসহ আমতলী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, ইউপি সদস্য মোশাররফ মৃধা, সাবেক ইউপি সদস্য আবুল কালাম ও মাদ্রাসার প্রধান শিক্ষক নেছার উদ্দিন।