ঢাকাবৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কুড়িগ্রাম
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলা
  9. গাইবান্ধা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. ঠাকুরগাঁও
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. নীলফামারী
আজকের সর্বশেষ সবখবর

হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি দিয়ে শারদীয় শুভেচ্ছা জানিয়েছে বিজিবি

একদিন ডেস্ক
অক্টোবর ১০, ২০২৪ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

হিলি প্রতিনিধি: হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শারদীয় শুভেচ্ছা জানিয়েছে বিজিবি। বৃহস্পতিবার ১০ অক্টোবর দুপুরে হিলি চেকপোস্ট গেটের শূন্য রেখায় দুই বাহিনীর মাঝে এ শুভেচ্ছা বিনিময় হয়।

এসময় হিলি বিজিবি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শাহাদাত হোসেন ভারত হিলি বিএসএফের ৬১ ব্যাটালিয়নের (ক্যাম্প-১) এর কোম্পানি কমান্ডার এসি বিজয় শর্মার হাতে ৫ প্যাকেট মিষ্টি তুলে দেন। অপরদিকে বিএসএফের পক্ষ থেকেও মিষ্টি উপহার দেওয়া হয়।

জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. নাহিদ নেওয়াজ পিএসসি বলেন, বিভিন্ন দিবস ও উৎসবগুলোতে আমরা দুই বাহিনী একে অপরের মাঝে এ ধরনের শুভেচ্ছা বিনিময় করে থাকি। এরই ধারাবাহিকতায় আজ দুর্গোৎসব উপলক্ষে এই মিষ্টি বিনিময়। এতে করে সীমান্তে দায়িত্ব পালনরত দু’বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে।