ঢাকাসোমবার , ১৪ অক্টোবর ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কুড়িগ্রাম
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলা
  9. গাইবান্ধা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. ঠাকুরগাঁও
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. নীলফামারী
আজকের সর্বশেষ সবখবর

চিরিরবন্দরে শহীদ আবু সাঈদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

একদিন ডেস্ক
অক্টোবর ১৪, ২০২৪ ২:১৭ অপরাহ্ণ
Link Copied!

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর চিরিরবন্দরের মোস্তফাপুর যুব সংঘের আয়োজনে ১৬টিমের আজ দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। চিরিরবন্দরের মোস্তফাপুর যুব সংঘ আয়োজিত উক্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের এ খেলায় দিনাজপুর লালবাগ ফুটবল একাডেমী বনাম মাহামুদপুর আফিফ ইয়ং স্টার ক্লাব অংশগ্রহণ করেন।

খেলায় ২/০গোলে মাহামুদপুর আফিফ ইয়ং স্টার ক্লাবকে পরাজিত করে দিনাজপুর লালবাগ ফুটবল একাডেমী জয়ী হোন।

সোমবার (১৪ অক্টোবর ) বিকালে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৬ নং ওমরপুর ইউনিয়নের যুগীর ডাঙ্গা মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলার সভাপতি মোঃ জাকিরুল ইসলাম ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চিরিরবন্দরের সভাপতি মোঃ আফছার আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।টুর্নামেন্টির ম্যানেজমেন্টে ছিলেন হাবিবুর রহমান হাবিব, প্রধান রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন হারুন অর রশিদ।

সহকারী রেফারী হিসেবে ছিলেন,মনজুরুল ইসলাম ও ডালিম। এ সময় ইউনিয়নের বিভিন্ন এলাকার ব্যক্তিবর্গরা খেলাটি উপভোগ করেন, খেলায় প্রচুর দর্শক সমাগমে পুরো মাঠ কানায় কানায় ভরে যায়, পুরো খেলার ধারা বর্ণনায় বরাবরের মতই ছিলেন, মোঃ মোকারম হোসেন , উক্ত ১৬টিমের খেলা দেখার জন্য মোস্তফাপুর যুব সংঘের পক্ষ থেকে তারা দলমত নির্বিশেষে সকল শ্রেনী পেশার ফুটবল প্রেমীদের আমন্ত্রণ জানিয়েছেন।