ঢাকাবুধবার , ১৬ অক্টোবর ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কুড়িগ্রাম
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলা
  9. গাইবান্ধা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. ঠাকুরগাঁও
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. নীলফামারী
আজকের সর্বশেষ সবখবর

চিরিরবন্দরে শহীদ আবু সাঈদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের তৃতীয় খেলা অনুষ্ঠিত

একদিন ডেস্ক
অক্টোবর ১৬, ২০২৪ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর চিরিরবন্দরের মোস্তফাপুর যুব সংঘের আয়োজনে ১৬টিমের আজ দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। চিরিরবন্দরের মোস্তফাপুর যুব সংঘ আয়োজিত উক্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের এ খেলায় দিনাজপুর পুলিশ লাইন বনাম যশাই হাট সুকদেবপুর মোল্লা ট্রেডার্স অংশগ্রহণ করেন। খেলায় ৩/১গোলে দিনাজপুর পুলিশ লাইনকে পরাজিত করে যশাই হাট সুকদেবপুর মোল্লা ট্রেডার্স জয়ী হোন।

বুধবার (১৬ অক্টোবর ) বিকালে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৬ নং ওমরপুর ইউনিয়নের যুগীর ডাঙ্গা মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়তে ইসলামী চিরিরবন্দর থানা আমীর মোঃ রাশেদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোলাহাটি ডিগ্রী কলেজের প্রফেসর মোঃ আবুল কাশেম। বিশিষ্ট ব্যবসায়ী রজব মোল্লা। আমবাড়ি স্বপ্নবাজ প্রতিষ্ঠাতা মোঃ খাদেমুল ইসলাম দিনার। সিনিয়র সেলস এক্সিকিউটিভ রংপুর নিউ হোপ বাংলাদেশের আব্দুল জলিল। ৬ নং ওমরপুর ইউপি সদস্য নুর আমিন শাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

টুর্নামেন্টির ম্যানেজমেন্টে ছিলেন হাবিবুর রহমান হাবিব, প্রধান রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন হারুন অর রশিদ। সহকারী রেফারী হিসেবে ছিলেন,মতিউর রহমান মতি ও ডালিম কুমার। যশাই হাট মোল্লা ট্রেডার্স দলের পক্ষে ম্যান অব দ্যা ম্যাচ হোন শিপন। এ খেলায় যশাই হাট মোল্লা ট্রেডার্সের পক্ষে রানা গোল দিয়েছেন দুটি ও ফয়জুর রহমান দিয়েছেন একটি। এ সময় ইউনিয়নের বিভিন্ন এলাকার ব্যক্তিবর্গরা খেলাটি উপভোগ করেন,

খেলায় প্রচুর দর্শক সমাগমে পুরো মাঠ কানায় কানায় ভরে যায়, পুরো খেলার ধারা বর্ণনায় বরাবরের মতই ছিলেন, মোঃ সামসুল ইসলাম, উক্ত খেলা দেখার জন্য মোস্তফাপুর যুব সংঘের পক্ষ থেকে তারা দলমত নির্বিশেষে সকল শ্রেনী পেশার ফুটবল প্রেমীদের আমন্ত্রণ জানিয়েছেন। খেলা শেষে যশাই হাট মোল্লা ট্রেডার্সের ঘোষিত পুরস্কার প্রধান অতিথি মোঃ রাশেদুল ইসলাম বিজয়ী খেলোয়ারদের হাতে তুলে দেন।