ঢাকাশনিবার , ১৫ জুন ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কুড়িগ্রাম
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলা
  9. গাইবান্ধা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. ঠাকুরগাঁও
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. নীলফামারী
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে ইকো’র উদ্দ্যোগে দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

একদিন ডেস্ক
জুন ১৫, ২০২৪ ৩:১২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: দিনাজপুরে এডুকেশোনাল, চেরিটেব্যল এন্ড হিউম্যানেটেরিয়ান অর্গানাইজেশন (ইকো) এর উদ্দ্যোগে অসহায়-দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৩ই জুন ) দুপুরে দিনাজপুর সদর উপজেলার খোদমাধপুর এলাকার ৪শত অসহায়-দরিদ্র মানুষের মাঝে ইকো এর সহায়তায় “ফিড দ্যা হাংরি” প্রজেক্ট এর হট মিল ডিষ্ট্রিবিউশন এর আওতায় খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে ইকো’র দিনাজপুর কো-অর্ডিনেটর ও বিটিভি’র দিনাজপুর জেলা প্রতিনিধি মো : মোফাসিরুল রাশেদ (মিলন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। খাদ্য সহায়তা পেয়ে মরিয়ম বেগম বলেন, সব জিনিসের দাম বেশী মাছ-মাংস কিনে খেতে পারি না, অনেকদিন পর ভালো তরকারি দিয়ে খেতে পারবো। এদিকে খাদ্য সহায়তা পাওয়া ছোট শাহিনের আনন্দ দেখার মতো, সে তার মায়ের সাথে এসেছে খাবার নিতে।

তার মা বললেন, আমরা গরীব মানুষ কোথাও দাওয়াত ছাড়া ছেলের পাতে ভালো খাবার তুলে দিতে পারি না। যারা এই খাবার দিয়েছেন তাদের যেন আল্লাহ ভালো করে। ইকো’র আর্থিক সহায়তায় বাংলাদেশে “ফিড দ্যা হাংরি” প্রজেক্ট এর হট মিল ডিষ্ট্রিবিউশন প্রোগ্রামটি বাস্তবায়ন করেন এসোসিয়েশন ফর ম্যাস এডভান্সমেন্ট নেটওয়ার্ক (আমান) বাংলাদেশ।