ঢাকাশনিবার , ৫ অক্টোবর ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কুড়িগ্রাম
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলা
  9. গাইবান্ধা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. ঠাকুরগাঁও
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. নীলফামারী
আজকের সর্বশেষ সবখবর

বোদায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

একদিন ডেস্ক
অক্টোবর ৫, ২০২৪ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: “ শিক্ষকের কন্ঠস্বর : শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার ” স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের বোদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পর্যায়ে শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে শনিবার উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ়্য র‌্যালি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির এর সভাপতিত্ব বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইবুল ইসলাম, সাকোয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল আলম,

তিতোপাড়া সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন প্রমুখ। অপরদিকে উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের বলরামহাট আর্দশ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন, গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজ সেবক রশিদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতাই চন্দ্র বর্মন, সাবেক প্রধান শিক্ষক অক্ষয় কুমার বর্মন, হাঙ্গার ফ্রি ওয়ার্ন্ডের প্রোগ্রাম অফিসার মালেকা বেগম প্রমুখ।