স্টাফ রিপোর্টার: “শব্দ শিখুন ভাষা শিখুন” এই প্রতিবাদ্যকে সামনে রেখে ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছে উপজেলা পর্যায় ওয়ার্ডমাস্টার প্রতিযোগিতা।
বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকালে গুড নেইবারস বাংলাদেশ নীলফামারী কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গুড নেইবারস বাংলাদেশ নীলফামারী কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক বিভব দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম নুরল আমিন শাহ, নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নালিনী কান্ত রায়, নীলফামারী কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের ফ্যাসিলিটেটর সিডিপি প্রোগ্রাম মোঃ মতিউর রহমান আকাশ প্রমুখ।
ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতায় নীলফামারীর সদর উপজেলার ২১ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহন করে। এসময় প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের প্রথম পাঁচ জনের মাঝে ক্রেস্ট পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন প্রজন্মকে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। নতুন বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় ইংরেজিতে দক্ষতা বাড়াতে হবে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের শেখার মনোভাব দৃঢ় ও দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে। যা নতুন প্রজন্মকে বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।