র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২, নীলফামারীর একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ মে দুপুরে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন ১০নং মোহনপুর ইউনিয়নের বড়হাট গ্রামের বৈরাগী বাজারস্থ ইলিয়াস মার্কেট এর সামনে গোলাপগঞ্জ টু খানসামা গামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১১০০ (এক হাজার একশত) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। কিন্তু মাদক ব্যবসায়ী র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে গতকাল মঙ্গলবার ৬ টা ১৫ মিনিটে দিনাজপুর জেলার খানসামা উপজেলার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে বিগত অভিযানের পলাতক আসামী মোঃ জাহাঙ্গীর আলম (২৭) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন, দিনাজুপরের বীরগঞ্জ থানার চিলকুর গ্রামের মোঃ সিরাজুল ইসলাম প্রত্র মোঃ জাহাঙ্গীর আলম (২৭)। যার দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার মামলা নং-১৩, তারিখ-১২/০৫/২০২৪, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ২৯(ক)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আসামী জানায় যে, সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত এবং বহুদিন ধরে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকের বড় বড় চালান পার্শ্ববর্তী দেশ হতে পাচার করে দিনাজপুর জেলাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। ধৃত আসামীকে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।