কেনিয়ার পুলিশ মঙ্গলবার বলেছে, তারা গত সপ্তাহে নাইরোবির ঘনবসতিপূর্ণ এলাকায় ভয়াবহ গ্যাস বিস্ফোরণ ঘটনার প্রধান সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। এ বিস্ফোরণে ওই এলাকায় বড় ধরনের আগুনের ঘটনা ঘটে। খবর এএফপি’র।
বৃহস্পতিবার রাতে কেনিয়ার রাজধানীর দক্ষিণপূর্বে এমবাকাসিতে গ্যাস ক্যানিস্টার বোঝাই একটি ট্রাক বিস্ফোরণে চারপাশে আগুন ছড়িয়ে পড়ায় মোট ছয়জন প্রাণ হারায় এবং ২৮০ জন দগ্ধ হয়।
কেনিয়ার অপরাধ তদন্ত অধিদপ্তর এক্সের (সাবেক টুইটার) বিবৃতিতে বলা হয়, অধিদপ্তরের তদন্ত কর্মকর্তরা গ্যাস বিস্ফোরণ ঘটনার ‘প্রধান সন্দেহভাজন’ ব্যক্তিকে গ্রেফতার করেছে। এ ব্যক্তি বিস্ফোরণস্থলের গ্যাস ডিপোটি ভাড়া করেছিল।
এ ভয়াবহ ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে প্রধান সন্দেহভাজন ডেরিক কিমাথিকে গ্রেফতার করা হয় বলে অধিদপ্তর জানায়।
বিবৃতিতে আরো বলা হয়, এ ঘটনায় অন্য পাঁচ সন্দেহভাজন এখনো পলাতক রয়েছে।