আগেই ফাইনাল নিশ্চিত হওয়ায় ভুটানের বিপক্ষে মঙ্গলবার বেঞ্চের খেলোয়াড়দের পরখ করেছেন বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু। নতুন খেলোয়াড়রা কোচের আস্থার জবাব মাঠেই দিয়েছেন। ভুটানকে চার গোলে হারিয়ে সাগরিকাদের অভাব বুঝতে দেননি।
ম্যাচ শেষে বাংলাদেশ কোচ সংবাদ সম্মেলনে মেয়েদের প্রশংসা করেছেন, ‘মেয়েদের নিয়ে খুবই গর্বিত। আজকে ওদের একটা কথাই বলেছি, অনুশীলনে যখন প্রান্তিরা (সেরা একাদশ) তোমাদের বিপক্ষে খেলে, তখন তোমরা যেটা দেখিয়েছ, সেটাই ভুটানের বিপক্ষে খেলো। এবং আমি জানি, তোমরা এটা পারবে।’
এরপরই আত্মবিশ্বাসের কথাও উচ্চারিত হলো কোচের কণ্ঠে, ‘স্রেফ নিজেদের ওপর বিশ্বাস রাখো। তোমরা পারবে। ভুটান কম গোল খেতে চাইবে, হয়তো ওতো বেশি দিতে চাইবে না। তো তাড়াহুড়োর কিছু নেই, গোল জরুরি নয়। স্রেফ বল পায়ে রাখো, ক্রসগুলো দাও, সুযোগ আসবে। এসেছেও।’
জোড়া গোল করা ঐশীর প্রশংসা করলেন কোচ, ‘কর্নার থেকে ঐশী হেডে গোল করেছে, ও দুটো গোল করেছে। আমার কেন জানি মনে হয়েছে, এরাও সুযোগ পেলে… এরাও ভালো খেলোয়াড়।’
মাঠে বেঞ্চের খেলোয়াড়দের দৃঢ মানসিকতা দেখে কোচও খুশি, ‘বেঞ্চের শক্তি আগে থেকেই জানি, এই প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে পরখ করে দেখলাম। মেয়েরা খুবই ভালো খেলেছে। যে মানসিকতা দেখিয়েছে, অসাধারণ। গুরুত্বপূর্ণ হচ্ছে, আমার যে খেলোয়াড়রা গত দুটো ম্যাচ নিয়মিত খেলেছে, তাদেরকে ম্যানেজ (বিশ্রাম) করা, ওই চেষ্টাই করেছি। একদিন পরপর ম্যাচ হলে রিকভারি করার সময় পাওয়া যায় না। (যেহেতু ফাইনাল নিশ্চিত ছিল আগেই) আমরা সেই রিকভারি করিয়েছি।’